২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৫

সীমান্তবর্তী ভূগর্ভে পরমাণু বোমা মজুদ করছে পাকিস্তান: ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সীমান্তবর্তী এলাকার ভূগর্ভে পাকিস্তান পরমাণু বোমা মজুদ করছে বলে অভিযোগ করেছে ভারত। বুধবার প্রকাশিত খবরে এ দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। রাজধানী নয়াদিল্লি থেকে মাত্র সাড়ে সাতশ’ কিলোমিটার দূরে ভূগর্ভে পাকিস্তান এ পরমাণু বোমা মজুদ করছে। খবরে দাবি করা হয়েছে, অমৃতসরের সাড়ে তিনশ কিলোমিটার দূরে মিলানওয়ালিতে এ সব পরমাণু অস্ত্র মজুদ করা হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এর দূরত্ব মাত্র সাড়ে সাতশ’ কিলোমিটার।

খবরে আরো বলা হয়, পাকিস্তান ১৪০টি পরমাণু বোমার মজুদ গড়ে তুলেছে। বর্তমানে এ সব অস্ত্র মজুতের জন্য ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এ স্থাপনায় তিনটি করে সুড়ঙ্গ রয়েছে এবং পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে এসব সুড়ঙ্গ। প্রতিটি সুড়ঙ্গের উচ্চতা ১০ মিটার এবং দৈর্ঘ্য ১০ মিটার।

প্রশস্ত সড়ক দিয়ে এ সব সুড়ঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পরমাণু অস্ত্রধারী ক্ষেপণাস্ত্রের যাতায়াতের সুবিধার জন্য সড়ক প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সুড়ঙ্গে ঢোকার এবং বাহির হওয়ার আলাদা পথ রয়েছে। প্রতি সুড়ঙ্গে ১২ থেকে ২৪টি পরমাণু অস্ত্র মোতায়েন করা যাবে বলে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে খবরে দাবি করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ