১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

খালেদার জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় মালয়েশিয়া বিএনপি’র প্রতিবাদ

দেশজনতা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চার্জশিট দেওয়ার প্রতিবাদে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কুয়ালালামপুর দলীয় কার্যালয়ে মালয়েশিয়া বিএনপি’র উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মালয়েশিয়া বিএনপি (একাংশ) সভাপতি মোঃ শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাউদ্দিন, বগুড়া জেলা যুবদল সহ-সভাপতি সরকার আতিকুর রহমান সোহেল, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, সুবাংজায়া বিএনপি সভাপতি ইমন হাসান, তামানমাস বিএনপি সাধারণ সম্পাদক মোবারক কারী প্রমুখ।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ-সাধারন সম্পাদক মোঃ মিন্টু, সৈয়দ জাহাঙ্গীর আলম, রায়হান মাতুব্বর, প্রকাশনা সম্পাদক ছোটন ভুঁইয়া, যুবদল নেতা নাসির মোল্লাহ, বিএনপি নেতা জহিরুল ইসলাম জহির, মোঃ আল আমিন, জোবায়ের, মোঃ রোমান, মানিক, রাজিব, মোঃ হাসান সহ বিএনপি ও অংগসংঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ