১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এদিকে বিক্ষোভ মিছিলটি মুক্তারপুর বিএনপি কার্যলয়ের সামনে থেকে বের করে ব্রিজের সামনে এলে পুলিশি বাধার মুখে পড়ে। তখন মুক্তারপুর স্ট্যান্ডের সামনে সমাবেশ করে বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক আ. ধীরেন কুদ্দুস, শহর বিএনপির সভাপতি সভাপতি ইরাদত মানু, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খাঁন মুকুল, সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লেলিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রদলের সভাপতি মো. মাহসিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৭ ১:১২ অপরাহ্ণ