১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

দেশজনতা ডেস্ক :

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এ রায় দেন।

সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন দিয়ে শুনানি শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। এর আগে গতকাল রোববারও একই বেঞ্চে শুনানি হয়।

বেঞ্চের অপর বিচারপতিরা হলেন আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

রাষ্ট্রপক্ষ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করে। অন্যদিকে খালাস চেয়ে সাঈদীর আইনজীবীরা রিভিউ আবেদন করেন। দুটি রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ১৫, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ