১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৩

কুমিল্লায় শিশু খুনে বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে তাহসিন নামে আট মাস বয়সী শিশু সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত। মঙ্গলবার দুপুরে এই রায় দেন বিচারক নূর নাহার বেগম শিউলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম শাকিল মিয়া। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার খৈলকুড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে।

মামলার বাদীপক্ষের আইনজীবী রেজ্জাকুল ইসলাম খসরু জানান, দণ্ডপ্রাপ্ত আসামি শাকিলের সঙ্গে কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মামুন মিয়ার মেয়ে সোনিয়া আকাতার লিপির বিয়ে হয়। তারা চান্দিনার পাশের বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরে ভাড়া থাকতেন। পরে সোনিয়া জানতে পারে এর আগে শাকিল আরেকটি বিয়ে করেছে। সেখানেও তার সন্তান রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর জের ধরে শাকিল তার দ্বিতীয় স্ত্রী লিপির সন্তান তাহসিনকে ২০১৪সালের ১৯মে গলাটিপে হত্যা করে। পরে লিপি বুড়িচং থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ সরকার একই সালের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন। মামলার বাদী তাহসিনের মা সোনিয়া আক্তার লিপি রায়ে অসন্তোষ প্রকাশ করে শাকিলের ফাঁসি দাবি করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ৩:১৬ অপরাহ্ণ