১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

বেদখল হওয়া ৩৮৪টি পুকুর পুনরুদ্ধারের নির্দেশ

 নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলার ৩৮৪টি পুকুর-জলাশয় পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গাজীপুর জেলার অধীনে দখল হওয়া বা দখলের পাঁয়তারা চলছে এমন সব জলাশয়ের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।  আগামী ১ মাসের মধ্যে এসব পুকুর ও জলাশয়ের তালিকা গাজীপুরের ডিসিকে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর সদরের ৮টি ভূমি অফিসের অধীনে ৩৮৪টি সরকারি খাসপুকুর রয়েছে। এর মধ্যে বাসন ভূমি অফিসের আওতায় ৬১টি, সালনায় ৬০টি, পূবাইলে ৩১টি, কোনাবাড়ীতে ৪টি, টঙ্গী ভূমি অফিসে ৩৬টি, কাশিমপুরে ৩৭টি, গাছায় ৯২টি এবং গাজীপুর পৌর ভূমি অফিসের আওতাধীন ৬৩টি খাসপুকুর রয়েছে।

স্থানীয়রা জানান, এসব পুকুরের মধ্যে অধিকাংশও স্থানীয় প্রভাবশালীদের দখলে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ