৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৯

মাধবপুরে বিদেশি শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে ১৩৪ পিস বিদেশি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। সোমবার সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. সাইদুর রহমানসহ একদল বিজিবি সদস্য ওই ইউনিয়নের শিয়ালউড় এলাকা থেকে এ শাড়িগুলো জব্দ করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করলেও পাচারকারীরা পালিয়ে যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ