কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের নায়াপড়া শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ সদস্যরা। রোববার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন-টেকনাফের হ্নীলা ইউপির লেদা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২২) ও লেদা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এনামুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগম (২৫)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে, এমন খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে র্যাব এর একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ রোল অ্যালুমিনিয়াম ফয়েল, ৫টি মোবাইল ফোন, ৭টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা।
গ্রেফতারদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মোতাবেক মামলা করে উদ্ধারকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি