নিজস্ব প্রতিবেদক:
শিক্ষিকাকে রক্ষা করতে গিয়ে ভার্সিটি ছাত্র খন্দকার আবু তালহা জীবন দিল। রোববার রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের শিকার হন বারিধারা সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকা সাদিয়া। তাকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের আবু তালহা ছাত্র।
ওয়ারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রোববার ভোরে টিকাটুলি এলাকা দিয়ে রিক্সায় যাচ্ছিলেন স্কুল শিক্ষিকা সাদিয়া ও তার ভাই সানি। এ সময় তিনজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। পেছনের রিক্সায় ছিলেন তালহা। এক পর্যায় সে ছিনতাইকারীদের ধাওয়া করে। এতে একজন ছিনতাইকারী পড়ে যায়। তাকে ইট দিয়ে আঘাত করেন তালহা। একজন পড়ে গেছে দেখে ওই দু’জন আবার ফিরে তালহাকে ছুরি দিয়ে নির্দয়ভাবে কোপাতে থাকে। পরে তিন ছিনতাইকারীই দৌড়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ‘তালহার হাত, পা ও উরুতে ছুরিকাঘাতের জখম ছিল। চিকিৎসকরা জানিয়েছেন রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।’ স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, সকালে ওয়ারীর বাসা থেকে রিকশায় করে তালহা যাত্রাবাড়ী যাচ্ছিলেন। বাসার খুব কাছেই এই ঘটনা ঘটেছে। তালহাদের বাড়ি কুমিল্লার বরুরার দেওড়া গ্রামে।
দৈনিকদেশজনতা/ আই সি