১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

চট্টগ্রামে এক লাখ পিস ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।রোববার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. রনি , মো. সোহেল  ও মো. আষাঢ় ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ