১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

ঢাকায় আনা হচ্ছে তোফা-তহুরাকে

গাইবান্ধা প্রতিনিধি:

‘তোফা-তহুরাকে সাজিয়ে রেখেছি। অ্যাম্বুলেন্স আসলেই ওদের নিয়ে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। এ আশায় সেই দুপুর থেকে অপেক্ষা করছি। কিন্তু অ্যাম্বুলেন্স আসছেনা।’ কথাগুলো বললেন গাইবান্ধার সুন্দরঞ্জে জন্ম নেয়া যমজ বোন তোফা-তহুরার মা শাহিদা বেগম। সাহিদা বেগম জানান, তহুরা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। তার জ্বর হয়েছে। সে কিছুই খায়না। বমি করে। তোফা ভাল আছে। সে মামা-নানা ডাকে। নিজের হাতে খাবার তুলে খায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাশদহ গ্রামে নানা বাড়িতে গত বছরের ২৯ সেপ্টেম্বর পিঠ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পর সংযুক্ত হয়ে জন্ম নেয়া যমজ বোন তোফা-তহুরার।

প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর পিঠ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। এ বছরের ১ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যয় বহন করা হয়। গত ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে তোফা ও তহুরা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৫:০৮ অপরাহ্ণ