১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

প্রধানমন্ত্রীকে বি চৌধুরীর পরামর্শ: তিন ‘মুরব্বির’ কাছে যান

নিজস্ব প্রতিবেদক:

বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ. কিউ. এম. ‌বদরুদ্দোজা চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে ত্যাগ স্বীকার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি চীন, ভারত ও রাশিয়াকে মিয়ানমারের ‘মা’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘ব্যক্তিগত যোগাযোগ হলো সমস্যা সমাধানের বড় মাধ্যম। আপনাকে (শেখ হাসিনা) কিছু ত্যাগ স্বীকার করতে হবে। রাশিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন, চীনের সঙ্গে কথা বলুন, মোদির কাছে যান।  এ তিনজন হলো মিয়ানমারের মা, এই মুরব্বিদের কাছে যান।’ র‌বিবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের ভিআই‌পি লাউঞ্জে ‘ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউ‌ন্ডেশন’ আয়োজিত এক গোল‌টে‌বিল বৈঠকে তি‌নি এসব বলেন।

সাবেক রাষ্ট্রপ‌তি বলেন, ‘তি‌নি (‌শেখ হা‌সিনা) যুদ্ধ এড়াতে চেষ্টা করেছেন। আসলে লং টাইম সল্যুশন দরকার। পররাষ্ট্রনী‌তির ক্ষেত্রে আমা‌দের একটা ব্যর্থতা আছে। রাশিয়া, চীন এবং ভারত আমাদের সহযোগিতা করেনি। এই তিনটা হলো মিয়ানমারের মা। এই তিনজন হলো মুরব্বিদের কাছে না গেলে সমস্যার সমাধান হবে না।’

বি চৌধুরী বলেন, ‘‌মিয়ানমার হলো অস্ত্রশ‌স্ত্রে সজ্জিত একটা দেশ। আগে আমরা বলতাম, তাদেরকে সাত দিনে দখল করতে পা‌রি। এখন আর সেই দিন নেই। মিয়ানমারকে সবচেয়ে বে‌শি অস্ত্র যোগানদাতা হলো আমা‌দের বন্ধু রাষ্ট্র চীন, দ্বিতীয় হলো রা‌শিয়া। যারা রূপপুর পারমাণ‌বিক প্রকল্প বাস্তবায়ন করে দেবে। আর ৪৫ বছর ধরে যাদের সঙ্গে সম্পর্ক রাখ‌তে গিয়ে স্যাক‌রিফাইজ করে যা‌চ্ছি। তারাও অস্ত্র সাপ্লাই করছে। এমন‌কি ইসরাইলও তাদেরকে অস্ত্র  দিয়েছে।’ বিকল্পধারার সভাপতি বলেন, ‘এ ব্যাপারে আরও গভীরভাবে চিন্তা করতে হবে। শেষ কথা হলো জাতীয় ঐক্য করতে হবে এ সমস্যা সমাধানে। আমরা কী গিয়ে গিয়ে করবো নাকি প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করবেন। ইমিডিয়েট সমাধান না করে লং টাইম সমাধান করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. এম. গোলাম সারোয়ার, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের মাজহারুল ইসলাম প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ