স্পোর্টস ডেস্ক;
ব্লুমফন্টেইন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়।
ফলোঅনে পড়ে টিকে থাকার আশা নিয়েই তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে আবারও টপঅর্ডারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং। রাবাদার করা তৃতীয় ওভারে অফ স্টাম্পের বাইরে গুড লেংথের বলে সেকেন্ড স্লিপে ডু প্লেসির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রানে আউট হলেন সৌম্য।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেননি মুমিনুল হক।আউট হওয়ার আগে ১৩ বলে ১১ রান করেন মুমিনুল। আবারও বাজে শটে আউট বাহাতি ওপেনার ইমরুল । ডুয়ানে অলিভিয়ের লেগ স্টাম্পের বাইরের বল গ্ল্যান্স করতে গিয়ে উইকেটের পেছনে থাকা ডি ককের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৩২ রান করেন ইমরুল।
ইনিংসের ২৪তম ওভারে পার্নেলের করা তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। আম্পায়ার কলে আউটের পর রিভিউতে টিকতে পারেননি বাংলাদেশি অধিনায়ক। ব্যক্তিগত ২৬ রানে ফিরতে হয়েছে তাকে।
স্কোর: বাংলাদেশ ২৬.৪ ওভারে ১০৭/৪।
দৈনিক দেশজনতা /এন আর