বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
দুই ডিসপ্লের একটি ফোন আনতে কাজ করছে এইচএমডি গ্লোবালের মালিনাধীন প্রতিষ্ঠান নকিয়া। এই ফোনটির মডেল নকিয়া এজ স্পেশাল এডিশন। এই ফোনটিও আরও একটি চমক থাকছে। এতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। নকিয়ার এজ পরিবারে এই পর্যন্ত বেশ কয়েকটি ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে। এগুলো হলো-নকিয়া এজ, এজ প্রো, এজ প্রিমিয়াম এবং এজ মিনি। এবার নকিয়া এজের স্পেশাল এডিশনের খোঁজ মিললো। এটি নকিয়ার প্রথম ফোন যেটিতে দুইটি ডিসপ্লে থাকছে।
লিমিটেড এডিশনের ফোনটিতে ডুয়েল সুপার অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে থাকছে। প্রধান ডিসপ্লে থাকছে ফ্রন্টে। যার আয়তন ৫.৫ ইঞ্চি। সেকেন্ডারি ডিসপ্লে রিয়ারে। এটি ৩.০ ইঞ্চির। ফোনটির চালানোর জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ চিপসেট থাকছে। এতে অক্টোকোর সিপিইউ এবং অ্যাড্রিনো ৫৫০ জিপিইউ থাকছে।
ছবির জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে পিওরভিউ ক্যামেরা ব্যবহার রয়েছে। সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৪.০ ফার্স্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি।
ফোনটি প্রত্যাশিত মূল্য ৮০০ ডলার।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

