১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৪

তৃতীয় দিনে টাইগারদের কঠিন লড়াই

স্পোর্টস ডেস্ক:

চেফস্ট্রুম থেকে ব্লমফন্টেইন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের করুণ চিত্রটা পাল্টাচ্ছে না। পচেফস্ট্রুমে প্রথম টেস্টে ৩৩৩ রানের হার বাংলাদেশের। ব্লমফন্টেইনে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল মুশফিকুর রহীমের দলের। কিন্তু এখানে চিত্রটা আরও করুণ।

দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ পড়েছে ফলোঅনে। প্রথম ইনিংসে তারা ১৪৭ রানে গুটিয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৭ রান তোলে টাইগরাররা।

রোববার সেখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার রান থেকে এখনো ৪১৯ রান পিছিয়ে টাইগাররা। হাতে মাত্র ১০ উইকেট। হ্যা মাত্রই। ১০ উইকেট যে হারিয়ে বসেছে। এখন যে ১০টি উইকেট আছে হাতে সেই ১০ উইকেট দক্ষিণ আফ্রিকা ৪১৯ রানের মধ্যে নিয়ে নিলে পাবে ইনিংস ব্যবধানে জয়। বাংলাদেশের জন্য যা এড়ানো কঠিন পরীক্ষা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ