আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকো উপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় নেইট ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে এবং আগামী ২৪ ঘন্টায় তা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও ফ্লোরিডার উপকূলে আঘাত হানবে। মধ্য আমেরিকায় নেইটের ছোবলে ২৫ জন প্রাণ হারিয়েছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর গতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার, যা আরো বাড়তে পারে। ইতিমধ্যেই উপকূলীয় এলাকার জনগণকে অন্যত্র নিরাপদ স্থানে চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালে এই উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড় ক্যাটরিনার তা-বে বিধ্বস্ত হয়েছিল।