৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭’ প্রদান করবে দেশ পাবলিকেশন্স

শিল্পসাহিত্য ডেস্ক:

চতুর্থবারের মতো ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৭’ প্রদান করবে দেশ পাবলিকেশন্স। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটি পাণ্ডুলিপি আহ্বান করেছে।

দেশ পাণ্ডুলিপি পুরস্কার দেওয়া হবে- কথাসাহিত্য, কবিতা, গবেষণা, মৌলিক প্রবন্ধ, নাটক ও শিশুসাহিত্যে। অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে। জুড়ি বোর্ডের মাধ্যমে বাছাইকৃত পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ লেখকদের নাম ঘোষণা করা হবে ২০১৮ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

পুরস্কার দেওয়া হবে ‘দেশ সাহিত্য উৎসব ২০১৮’ তে। জমাকৃত পাণ্ডুলিপি থেকে জুড়িবোর্ডের মাধ্যমে প্রতি বিভাগে ১ জন করে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করা হবে।

পুরস্কারের জন্য পাঠানো পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠানো যাবে না। পাণ্ডুলিপি পাঠানোর ঠিকানা- দেশ পাবলিকেশন্স, ২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা ১০০০ অথবা deshpublications@gmail.com ঠিকানায়। ফোন করতে পারেন ০১৭২১৫৬৫২১৮ নম্বরে।

বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে যাচ্ছেন, তাদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে দেশ পাণ্ডুলিপি পুরস্কার প্রদান করে আসছে দেশ পাবলিকেশন্স।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১২:০১ অপরাহ্ণ