১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৬

পিরোজপুরে সংঘর্ষ থামাতে গিয়ে ওসিসহ আহত ৩ জন

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলামসহ তিনজন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে গত ৫ সেপ্টেম্বর স্থানীয় এক বিএনপি নেতার হত্যা মামলাকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। খবর পেয়ে সন্ধ্যার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে এ বিবাদ থেকে সংর্ঘষ শুরু হলে মঠবাড়িয়া থানার ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তিনি আহত হন। এর পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ