১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪ জন

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীডোবা খামারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর উপজেলার শামছু মিয়ার ছেলে মোমিন মিয়া (৪০) ও একই জেলার মাধপুর উপজেলার তৈয়ব উদ্দিনের ছেলে সৈয়দ উদ্দিন (৫৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আলমনগরের আল-আমিনের স্ত্রী পারভীন (৩৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হাবিবুর রহমানের শিশু সন্তান নূর-নবী (৩ মাস)।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সরাইল উপজেলার শ্রীডোবা খামারবাড়ি এলাকায় অগ্রদূত নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৈয়দ উদ্দিন ও মোমিন মিয়া মারা যায়। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীন ও নূর-নবীকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৮, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ