২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

শেষ দিনে চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন প্রতিবেদন:

পাকিস্তান ক্রিকেটের দুই কিংবদন্তি ইউনিস খান ও মিসবাহ উল হক। বিদায়ী টেস্ট সিরিজের শেষ ম্যাচের শেষ দিনে  আজ মাঠে নামছেন এ দুই তারকা।

বিদায়ী ম্যাচে এই দুই তারকাকে জয় উপহার দিয়ে স্মরণীয় করে রাখতে বদ্ধ পরিকর পাকিস্তান ক্রিকেট টিম। প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানে অলআউট হয়ে যায়। ২য় ইনিংসে পাকিস্তান ৮ উইকেটে ১৭৪ রান করে ইনিংস ঘোষনা করে।

চতুর্থ ইনিংসে ৩০৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনের শেষ বেলায় ইয়াসির শাহর স্পিন ঘূর্ণিতে ৭ রান করতেই প্রথম উইকেট হারায়। পঞ্চম দিনে খেলার শুরুতেই ২২ রানে আবার ইয়াসির শাহর বলে ২য় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ রানে ৩য় উইকেটর পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। মোহাম্মদ আমির ৩য় উইকেটটি নেন।

ইউনিস খান:  ম্যাচ:১১৭ ইনিংস:২১১ রান:১০০৪৬ স্ট্রাইক রেট:৫২.৩২ সেঞ্চুরি:৩৪ট হাফ সেঞ্চুরি:৩৩

মিসবাহ উল হক:  ম্যাচ:৭৪ ইনিংস:১৩০ রান:৫১৬১ স্ট্রাইক রেট:৪৬.৯১ সেঞ্চুরি:১০ হাফ সেঞ্চুরি:৩৮

এম/এম / সময়: ২১: ০৪

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৯:০৩ অপরাহ্ণ