চট্টগ্রাম প্রতিবেদক:
বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবককে আড়াই হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম। মাত্র সাতদিন আগেই এই দুই যুবক বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকা থেকে আটক করা হয়। আটক সেই দুই রোহিঙ্গা হলেন মো. কামাল (২২) ও নূর কামাল (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশের পর আটক এই দুজন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এর মধ্যেই তারা ইয়াবা পাচারে যুক্ত হয়ে পড়ে। আটক দুজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হচ্ছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

