২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৯

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হেফাজতের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত নেয়ার দাবিতে আজ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের লালদীঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করবে সংগঠনটি।

এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সমাবেশ থেকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিয়ে দেশটির উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপে দাবি উঠতে পারে। ,

আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন, মহাসমাবেশ হেফাজতের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এ সমাবেশ থেকেই রোহিঙ্গা ইস্যুতে হেফাজতের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ