১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

ধামরাইয়ে বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কেস্টি নওগাঁও গ্রামের ধনু মিয়ার মেয়ে শেফালী আক্তার (৪০) বাড়ির পাশের জমিতে ছাগল আনতে যান। এ সময় ওই নারী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আশপাশের লোকজন গিয়ে মৃত শেফালীকে উদ্ধার করে।
প্রায় একই সময়ে উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. রাজিব (১৫) মাঠে গরুর ঘাস কাটতে গেলে সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ১১:০০ পূর্বাহ্ণ