১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৫

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:

পেরুর সাথে গোলশূন্য ড্র করে মহাবিপদে পড়ে গেছে আর্জেন্টিনা। তাদের আগামী বছরের বিশ্বকাপে খেলা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে। এখন খেলা আর না খেলা বলতে গেলে তাদের হাতেই নেই।
দক্ষিণ আমেরিকা থেকে চারটি দলের সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার কথা। পঞ্চম দলটি খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লে-অফের মাধ্যমে। কিন্তু পেরুর সাথে ড্র করার পর আর্জেন্টিনা এখন ৬ নম্বরে রয়েছে। এই অবস্থা থাকলে তারা প্লে-অফেও খেলতে পারবে না। ১৯৭০ সালের পর এ ধরনের ঘটনা আর একটাও ঘটেনি।

দক্ষিণ আমেরিকায় বাছাই পর্বের মাত্র এক রাউন্ড বাকি আছে। ওই রাউন্ডের ওপরই নির্ভর করবে এখন মেসিদের ভাগ্য। চিলির খুবই সম্ভাবনা আছে পরের ম্যাচে জয় নিয়ে আর্জেন্টিনাকে ডিঙ্গিয়ে যাওয়া।

আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে একুয়েডরের মাঠে। এক ম্যাচ বাকি থাকতে আর্জেন্টিনা আর পেরুর পয়েন্ট সমান ২৫। গোল ব্যবধানও সমান। তবে গোল করায় এগিয়ে পঞ্চম স্থানে আছে পেরু।

একই সঙ্গে হওয়া অন্য দুই ম্যাচের একটিতে ইকুয়েডরকে ২-১ গোলে হারানো চিলি ২৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ২০ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের বিশ্বকাপ স্বপ্ন শেষ।

অন্য ম্যাচটিতে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়া কলম্বিয়া সমান পয়েন্ট ও সমান গোল পার্থক্য নিয়ে গোল করায় চিলির চেয়ে পিছিয়ে আছে চতুর্থ স্থানে। দারুণ এই জয়ে ২৪ পয়েন্ট পাওয়া প্যারাগুয়ের আশাও টিকে আছে।

দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে গোলরক্ষক কার্লোস লাম্পের নৈপুণ্যে ব্রাজিলকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় বলিভিয়া।

বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৮। ১৪ পয়েন্ট পাওয়া বলিভিয়ার বিশ্বকাপ স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে।

পরের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করা উরুগুয়ে ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গোল পার্থক্যে বেশ এগিয়ে থাকায় দুই বারের চ্যাম্পিয়নদের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়াটা অনেকটাই নিশ্চিত। ৯ পয়েন্ট নিয়ে তলানিতে ভেনেজুয়েলা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ