১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিবেদক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভলশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক সরকার (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। আহতদের মধ্যে ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ভালশা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য তাহের মিয়া এবং গ্রাম্য মাতবর চুন্নু সর্দারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। এর জের ধরে আজ সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন আহত হয়।

পুলিশের  কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ