স্পোর্টস ডেস্ক:
ইদানীং বাংলাদেশের ক্রিকেটের এক আলোচিত নাম মুমিনুল হক। সেটা যত না পারফরম্যান্সের জন্য, তার চেয়ে অনেক বেশি বিতর্কিত ঘটনার জন্য! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন না। কিন্তু দল ঘোষণার পর বিতর্কের ঝড় উঠলে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ঢুকে যান দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার সময় আবার একই ঘটনা। বৃহস্পতিবার বিকেল চারটায় ঘোষিত ১৫ জনের দলে ছিলেন না মুমিনুল। তাইজুল ইসলাম আর শফিউল ইসলামের সঙ্গে তারও ফেরার কথা ছিল দেশে। অথচ রাত আটটায় পাঠানো এক ই-মেইলে বিসিবি জানিয়েছে, ওয়ানডে দলে রাখা হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে! অর্থাৎ দলে এখন ১৫ নয়, ১৬ জন ক্রিকেটার।
ওয়ানডেতে দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন মুমিনুল। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর জাতীয় দলে আর রঙিন পোশাকে দেখা যায়নি তাকে। টেস্টে সুযোগ পেলেও ওয়ানডে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য! বিসিবি সূত্রে জানা গেছে, তামিম কোনও কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারলে ইমরুল কায়েসকে দিয়ে ওপেন করিয়ে মুমিনুলকে তিনে কিংবা চারে খেলানো হবে।
২৬টি ওয়ানডে খেলে ২৩.৬০ গড়ে ৫৪৩ রান করেছেন মুমিনুল। সর্বোচ্চ রান ৬০, হাফসেঞ্চুরি তিনটি।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও মুমিনুল হক।
দৈনিক দেশজনতা /এন আর