১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫১

শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম মো. মামুন মিয়ার (৪১)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মিরা তাকে আটক করেছে

শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে বুধবার গভীর রাতে মামুনকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাত ২টার দিকে ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইনসের চেকইন কাউন্টারে মামুনকে চ্যালেঞ্জ করা হয়। পাসপোর্ট অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ২৪ বার বিদেশ যাতায়াত করেছেন তিনি।

পরে সন্দেহজনক এ যাত্রীকে কাস্টমস হলে নিয়ে এসে তল্লাশি করে সৌদি রিয়াল, দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মামুন মিয়াকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১:১৩ অপরাহ্ণ