১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

বেনাপোল চেকপোস্টে ৮ স্বর্ণের বার সহ আটক-২

নিজস্ব প্রতিবেদক:

পর পর দুই দিন টাকা, ডলার ধরা পড়ার পর আজ সকাল সাড়ে ৮ টার সময় বাংলাদেশি জনি (১৯) ও সুজন (২০) নামের দুইজন পাসপোর্টযাত্রীকে ৪১ লাখ টাকা মূল্যের ৮ স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা ।

আটককৃত স্বর্ণ পাচারকারী জনি মোল্যা মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুর রহিম মোল্যার ছেলে, ও সুজন মিয়া শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আকবর শেখের ছেলে। তাদের পাসপোর্ট নং যথাক্রমে বিও ০৫৩১১০৫ ও বিপি-০৫০৫২৯৭৮৩।

শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ সাদিক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি সিপাই জাহাঙ্গীর ও সহযোগি অফিসারদের নিয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ওৎ পেতে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমর থেকে ৮ পিছ বিদেশি স্বর্ণের বার যার ওজন ৮ শত ৩৬ গ্রাম জব্দ করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৪১ লাখ টাকা বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১:০২ অপরাহ্ণ