১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক:

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা বলেছেন, উত্তর কোরিয়া নতুন ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে এবং এটি ১২০০ মাইল বা ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল।

তিনি বলেন, জাপান মনে করে এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছেছিল। টোকিওতে আজ(রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এদিকে জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইউশিহিদি সুগা বলেন, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০ মিনিট ধরে উড়লেও এটি জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় ঢোকেনি।

গতমাসে দু’দফা ব্যর্থ হওয়ার  পর উত্তর কোরিয়ার আজকের  ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।  দেশটি নতুন ধরণের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে বলে ধারণা করা হয়। তবে এখন পর্যন্ত এগুলোর কোনোটিরই পরীক্ষা চালায়নি পিয়ংইয়ং।

এম/এম / সময়: ১৯: ৩২

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৭:৩২ অপরাহ্ণ