দেশ জনতা ডেস্ক:
ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে কঠোর অবস্থানে ফেসবুক। কোনো অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়ালে সে অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক একে ভুয়া খবরের বিরুদ্ধে লড়াই বলছে। এ লড়াইয়ে জয়ী হতে সম্প্রতি যুক্তরাজ্যে হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটির কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যে আগামী ৮ জুন সাধারণ নির্বাচনের আগে যাতে ভুয়া খবর এসব অ্যাকাউন্ট থেকে না ছড়াতে পারে তাই আগাম ব্যবস্থা নিল ফেসবুক। এর আগে গত মাসে ফ্রান্সেও প্রায় ৩০ হাজার ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার কথা বলেছিল ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া খবর শনাক্ত করতে ইতিমধ্যে যুক্তরাজ্যের কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে ফেসবুক। বিজ্ঞাপনে বলা হয়েছে, ভুয়া খবর শনাক্ত করতে খবরের শিরোনাম সম্পর্কে সন্দেহ করতে হবে এবং খবরের ইউআরএল বা লিংকটির দিকে ভালোভাবে তাকাতে হবে।
n/h =ddj