আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিমান অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠি আন-নুসরার ১২ ফিল্ড কমান্ডার নিহত হয়েছে। এতে মারাত্মক আহত হয় এই সন্ত্রাসীগোষ্ঠীর বিশিষ্ট নেতা আবু মোহাম্মদ আজ-জুলানি। সিরিয়ার ইদলিব প্রদেশে চালানো এই বিমান অভিযানে নিহত হয়েছেন আন-নুসরার অন্তত ১২ ফিল্ড কমান্ডার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনশেনকোভের বিবৃতিতে আরো বলা হয়েছে, আন নুসরা ভেঙে যাওয়ার পর তাহরির আশ-শাম নামের সন্ত্রাসী গোষ্ঠী গঠন করা হয়েছিল এবং তার কমান্ডার-ইন-চিফ ছিলেন আজ-জুলানি। বিবৃতিতে বলা হয়, অনেক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে আজ-জুলানির বাহু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, আন-নুসরার ১২ ফিল্ড কমান্ডার এবং ৫০ সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীরা বৈঠকে বসবে বলে গোপন সূত্রে খবর পেয়ে রুশ এসইউ-৩৪, এসইউ-৩৫ যুদ্ধবিমান সুনির্দিষ্টভাবে অভিযান শুরু করে। আন-নুসরার কুখ্যাত পাঁচ ফিল্ড কমান্ডার নিহত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এ অভিযান চালানো হয়।
দৈনিকদেশজনতা/ আই সি