১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৪

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বজ্রপাতে মনিরুল ইসলাম মোল্লা (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানান, নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কাওছার মোল্লার ছেলে মনিরুল ইসলাম বিকেলে লিচু গাছে ওঠেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে মনিরুল গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাবু জানান, বিকেলের দিকে মনিরুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতের পর পরই তার মৃত্যু হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর অরুন সাহা কালু জানান, মনিরুল ইসলাম পেশায় একজন কৃষক। পরিবারে তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ