১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

নেইমার চলে যাওয়াতেই ‘বিশ্রাম’ পাচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক:

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়ে নেইমার বার্সেলোনাকে বিপদে ফেলে দিয়েছেন। ক্লাব বার্সেলোনার চেয়েও লিওনেল মেসিকে বেশী বিপদে ফেলে দিয়েছেন। নেইমার চলে যাওয়ার কারণে মেসি ‘বিশ্রাম’ই নিতে পারছেন না।

আক্ষরিক অর্থেই কথা সত্য। নতুন মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই ১১ ম্যাচের পুরোটা সময়ই মেসি মাঠে কাটিয়েছেন। মানে পুরো ৯৯০ মিনিটই খেলেছেন। এক মিনিটের জন্যও বিশ্রাম নিতে পারেননি। বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকেই দলের প্রাণভোমড়া মেসি। কিন্তু এই প্রথম তিনি মৌসুমের প্রথম ১১ ম্যাচের পুরো ৯৯০ মিনিটই খেললেন। তাকে আর কখনোই এভাবে টানা খেলে যেতে হয়নি।

কেন মেসিকে বিশ্রাম দিতে পারছেন না বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নেইমারের অনুপস্থিতি বেরিয়ে এসেছে। নেইমার চলে গেছেন। তার বিকল্প হিসেবে যাকে দলে টেনেছে বার্সেলোনা, সেই উসমানে ডেম্বেলে চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন। দলের আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজও ফর্মে নেই। এর ফল, মেসির উপরিই বার্সা কোচকে ভরসা রাখতে হচ্ছে।  প্রতিটা ম্যাচের প্রতিটা মিনিট খেলাতে হচ্ছে। টানা খেলে যাওয়ার মেসি ধকল সামলেও দুর্দান্ত ফর্মেই আছেন। ১১ ম্যাচেই করেছেন ১৪ গোল। কিন্তু প্রশ্ন হলো মেসি এভাবে কতদিন টানা খেলে যেতে পারবেন?  ফর্ম ধরে রাখা নিয়েও প্রশ্ন থাকছে। এসব প্রশ্ন বার্সা কোচের মাথায়ও নিশ্চয় ঘুরাক খাচ্ছে। কিন্তু তাকে বাধ্য হয়েই মেসি-নামক ঘোড়াটিকে দুরন্তগতিতে ছোটাতে হচ্ছে।

এখন তো বিশ্রাম দিতে পারছেনই না, সামনেও খুব শিগগিরই মেসিকে বার্সা কোচ বিশ্রাম দিতে পারবেন বলে মনে হয় না। ক্লাবের এই ব্যস্ততার মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও মেসিকে খেলতে হচ্ছে। আগামী সপ্তাহেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। দুটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ৫ ও ১০ অক্টোবরের সেই দুটি ম্যাচের পরই লিগে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচ। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ শিরোপার অন্যতম দাবিদার অ্যাতলেতিকো মাদ্রিদ। সব মিলিয়ে নেইমারের অনুপস্থিতি আরও অনেকদিনই মেসিকে বিশ্রামহীন রাখতে যাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ