১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

যশোরের বেনাপোলে মৃগনাভী কস্তুরিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোলে মৃগনাভী কস্তুরিসহ জসিম মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জসিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মালেক মিয়ার ছেলে।
আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার নুরুল ইসলাম জানান, ওই যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ মৃগনাভী কস্তুরি পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই যাত্রী একজন গ্রাম্য কবিরাজ। তবে তার বিষয়ে বিস্তারিত আরো খোঁজখবর নেওয়া হচ্ছে। দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ২:০৪ অপরাহ্ণ