১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:১২

অন্তিম শয়ানে শায়িত হলেন জসিম মণ্ডল

নিজস্ব প্রতিবেদক:

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় অন্তিম শয়ানে শায়িত হলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক সিপিবি নেতা কমরেড জসিম মণ্ডল। বুধবার সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা ও জন্মস্থান কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে বুধবার সকালে ঈশ্বরদীর নিজ গৃহে পৌঁছায় অগ্নিযুগের বিপ্লবী পুরুষ কমরেড জসিম মণ্ডলের মরদেহ। সর্বজন শ্রদ্ধেয় এই শ্রমিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহে ভীড় করেন রাজনৈতিক সহকর্মী ও ভক্ত অনুরাগীরা।

ফুলে ফুলে ভরে ওঠে মরদেহ। পাবনা জেলা প্রশাসন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই নেতাকে দেয় গার্ড অব অনার।

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা অনলবর্ষী বক্তা কমরেড জসিম উদ্দিন মণ্ডল ২ অক্টোবর ঢাকার একটা হাসপাতালে মারা যান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ