২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বেরিকেট দিয়ে ১৬১ বোতল ভারতীয় মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

তারা হচ্ছে, উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিকির রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫) একই গ্রামের হুশিয়ার আলীর ছেলে সাইদুল ইসলাম (২২) ও নরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া(২০)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির সদস্য অটোরিকশা ও ভারতীয় মদসহ তাদের আটক করে।

জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নির্মল দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ- সিলেট সড়কের জাউয়াবাজার গরুর হাট এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। এসময় অটোরিকশার ৩ যাত্রী শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও বাবুল মিয়া ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে অটোরিকশায় তল্লাশি করে ১৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটককৃতরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর নামক স্থানে যাচ্ছিলো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ