২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৫

বন্যাদুর্গতদের ১১ কোটি ৪২ লাখ টাকা সহায়তা দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের বন্যাদুর্গতদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১১ কোটি ৪২ লাখ টাকা সহায়তা দেবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ইইউ’র মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডেস বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। এর ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদেরকে আমরা সহায়তা দেব। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আমরা তাদের সাহায্য করব। ’

ইইউ বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবন রক্ষাকারী সামগ্রী, বাসস্থান নির্মাণ উপকরণ, খাদ্য, নিরাপদ পানি এবং স্যানিটেশন ও ওষুধসহ চিকিৎসা উপকরণ দিয়ে সহায়তা করবে।

ইউরোপীয় কমিশনের ইউরোপীয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন বিভাগের মাধ্যমে এই অর্থ দেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ