১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না মরকেলের

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আর খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলের। রোববার সাইড স্ট্রেইনের চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।প্রাথমিকভাবে জানা গেছে, ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মরকেলকে।

টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সূচনা থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন এই প্রোটিয়া পেসার। প্রথম ওভারের চতুর্থ বলেই বোল্ড করেন টেস্টে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। এর এক বল পরেই ফেরান মুমিনুল হককে।

নিজের ষষ্ঠ ওভারে সাইড স্ট্রেইনের চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। মরকেলের অসমাপ্ত ওভার করেন অলিভিয়ের।স্ক্যান করানোর পর জানা গেছে আগামী ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা এই পেসারকে।

উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ৬ অক্টোবর। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ