১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে  নার্সিংয়ের ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দেলুয়া ঈদগাঁ মাঠ এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৪০) ও এনায়েতপুরের খাজা ইউনুস আলী নার্সিং কলেজের ছাত্রী রিমা খাতুন। তার বাড়ি পাবনার চাটমোহরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনায়েতপুর থেকে যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইলের করোটিয়ায় যাচ্ছিলো। বাসটি তামাই বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কড্ডার মোড় থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী রাব্বি মারা যান।
এসময় আহত হন অন্তত ৪জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর রিমা খাতুনের মৃত্যু হয়।বেলকুচি থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ