আন্তর্জাতিক ডেস্ক:
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন মঙ্গলবারই হানিপ্রীত ইনসান আত্মসমর্পণ করতে পারেন। কিন্তু তার আগেই আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করল হরিয়ানা রাজ্য পুলিশ। হরিয়ানা পুলিশ জানায় চণ্ডীগড় জাতীয় সড়কের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৫ আগস্ট গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার পরই হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির বিভিন্ন অংশে রাম রহিমের সমর্থকরা তাণ্ডব চালায়। তাতে ৩৮ জন নিহত। সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ডেরার মোট ৪৩ জনের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগে পুলিশ মামলা করে। গত এক মাস ধরে পলাতক ছিলেন বাবা গুরমিত রাম রহিম সিংহের কথিত পালিতা কন্যা হানিপ্রীত ইনসান।
গুরমিতের সাজা ঘোষণার পর থেকেই তিনি বেপাত্তা। দিন কয়েক আগে নিজের আইনজীবীর মাধ্যমে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তা খারিজ করে দিয়ে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। পরে জামিনের জন্য আবেদন করতে বলা হয়েছিল। তারপর হানিপ্রীতের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় শীঘ্রই আত্মসমর্পণ করবেন। তবে হানিপ্রীত সে ক্ষেত্রে কিছু শর্তও দেন।
বলা হয়েছিল, তিনি সেসব শর্তপূরণ হলেই ধরা দেবেন। এরইমধ্যে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হল। তার বিরুদ্ধে গুরমিতের একাধিক বেআইনি কাজে সাহায্য করা, পঞ্চকুলা ও সিরসায় বিশৃঙ্খলায় মদত দেয়াসহ একাধিক অভিযোগ রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি