১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

বাগেরহাটের শরণখোলায় ৪ মণ চিংড়ি জব্দ

বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা মঙ্গলবার সকালে বিষ মিশ্রিত প্রায় ৪ মণ চিংড়ি জব্দ করেছে।উপজেলার পানিরঘাট এলাকার ভোলা নদীর চর থেকে ওই চিংড়ি জব্দ করা হয় বলে বনবিভাগ দাবি করছে। জব্দকৃত চিংড়ি শরণখোলা স্টেশনে মাটিচাপা দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে  সুন্দরবন রক্ষায় নিয়োজিত সিপিজি সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি জানান, উপজেলার খুড়িয়াখালী, সোনাতলা, পানিরঘাট, দক্ষিণ রাজাপুর, উত্তর রাজাপুরসহ সুন্দরবনের কাছে একাধিক বিষপার্টি রয়েছে। বিষপার্টির সদস্যরা বিষ প্রয়োগ করে মাছ ও চিংড়ি শিকার করে। খবর পেয়ে বনবিভাগ মঙ্গলবার বিষ মিশ্রিত চিংড়ি উদ্ধার করেছে।
বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে বনরক্ষীরা ওই এলাকায় গেলে অবৈধ মৎস্য শিকারীরা বিষ মিশ্রিত ৪মণ গলদা ও বাগদা চিংড়ি ভোলা নদীর চরে ফেলে পালিয়ে যায়।
জব্দ চিংড়ির নমুনা ল্যাবে টেস্টের জন্য উপজেলা মৎস্য অফিসে পাঠানো হয়েছে। টেস্টে বিষ প্রমাণিত হলে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ