২৫শে জানুয়ারি, ২০২৬ ইং | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:২৯

চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে: আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক:

সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
আইনজীবী সমিতির নেতারা বলেন, প্রধান বিচারপতির এমন ছুটি নজিরবিহীন ঘটনা। সরকার চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটি নিতে বাধ্য করেছে।  জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বিকালে প্রধান বিচারপতি এসকে সিনহার বাসায় যাবেন বলেও জানান আইনজীবী সমিতির নেতারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ