১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

জামাইয়ের এসিডে ঝলসে গেল মা-মেয়ে

নিজস্ব প্রতিবেদক :

পুরান ঢাকার গেন্ডারিয়ায় নেশাগ্রস্ত এক স্বামীর ছোড়া এসিডে ঝলছে গেছে তার স্ত্রী ও শাশুড়ি। দগ্ধ পারভীন বেগম ও রুবিনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বেগমগঞ্জ এলাকার দয়াগঞ্জের  ১৮/১/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

পারভীন বেগমের স্বামী কানু মিয়া জানান, ‘রাতে তার স্ত্রী পারভীন ও মেয়ে রুবিন বসে গল্প করছিল। এ সময় মেয়ের জামাই দিলদার হোসেন জিকু বাসায় আসে। তাদের সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে জিকু তার স্ত্রী (রুবিনা)ও শাশুড়িকে এসিড ছুঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদেরকে রাত সাড়ে ১২ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।’

কানু মিয়া বলেন, ‘প্রায় পাঁচ বছর আগের রুবিনার সঙ্গে জিকুর বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। জিকু নেশাগ্রস্থ এবং বেকার ছিল। এই নিয়ে তাদের সংসারে প্রায় ঝগড়া লেগে থাকত।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘দগ্ধদের মধ্যে পারভীনের শরীরের ৬ শতাংশ এবং রুবিনার ১৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দৈনিক দেশজনতা/এম জে

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ