নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবা ও অস্ত্রসহ লিল্টু মিয়া (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও উপ পরিচালক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে দুপুরে ভৈরবের জগন্নাথপুরের নিজ বাড়ি থেকে লিল্টু মিয়াকে আটক করা হয়। লিল্টু ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে।
পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভৈরবের জগন্নাথপুরের লিল্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবাসহ মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৪ হাজার টাকা এবং রামদা ও ছুরি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লিল্টুকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পরাগ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

