১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

ভেনিসে বিক্ষোভ মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে

দৈনিক দেশজনতা ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার বিরুদ্ধে ইতালির ভেনিসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভেনিস বাংলা স্কুলের উদ্যোগে গত   সোমবার বিকালে (অক্টোবর) এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভেনিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, শরিয়তপুর জেলা সমিতি এবং শরিয়তপুর সমিতি অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি মেসত্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ফেরেত্তোয় এসে শেষ হয়। সেখানে বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমার সরকার সে দেশের রাখাইন রাজ্যে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গণহত্যা অব্যাহত রেখেছে। অথচ ইতালিসহ ইউরোপের অধিকাংশ দেশ চোখ বন্ধ করে আছে। তারা এ বিষয়ে কিছুই বলছে না। বরং রাশিয়া, চীন এবং ভারত সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে। যা ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। বক্তারা অবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। এসময় গোটা শহর জুড়ে যানজট লেগে যায়। নগরীর অন্যতম প্রধান সড়ক ভিয়া পিয়াভের দু’পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক ইতালিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকরা হাত নেড়ে মিছিলকারীদের প্রতি সমর্থন জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ণ