১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৩৫

লোডশেডিংয়ের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা নাগরিক কমিটির আহ্বানে শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাজাহারুল হক প্রধান। জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. এরশাদ হোসেন সরকার, নাগরিক কমিটির সভাপতি বসিরুল আলম প্রধান, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ