১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

লাস ভেগাসে কনসার্টে গোলাগুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে বন্দুকধারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিউইর্য়ক টাইমস এ খবর দিয়েছে।

স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ভোররাতে জনপ্রিয় মান্দালে বে ক্যাসিনো হোটেলে এ ঘটনা ঘটে। তবে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস নিউজ বলেছে, স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে ওই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন ব্যাপক গোলাগুলির শব্দ শুনেছেন। আতঙ্কে লোকজন দিগ্বিক ছোটাছুটি করতে থাকে। একজন বন্দুকধারী স্বয়ংক্রিয় বন্দুকের মাধ্যমে এলোপাথারি গুলি চালায়। এর জবাবে ৩২তলায় অবস্থিত ওই হোটেলে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ একাধিক বন্দুকধারী থাকার কথা বলেছেন।

নিউইর্য়ক টাইমস বলেছে, পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের একাধিক টিম ওই বন্দুকধারীকে খুঁজছে। এর আগে খবরে বলা হয়, এ ঘটনায় বহু লোক হতাহত হয়েছে। তবে কেউই নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারেনি।  এর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরাকানসাসে নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ২৮ জন আহত হয়। তার আগে চলতি বছরের মে মাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির এরিনাতে এক কনসার্টে বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং কমপক্ষে ৫৯ জন আহত হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ