নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল না পেয়েও এগিয়ে রয়েছেন; অন্যদিকে মিয়ানমার নেত্রী অং সান সু চি নোবেল পেয়েও শরণার্থী সমস্যায় পিছিয়ে রয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই রোহিঙ্গাদের দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। সরকারের যা কিছু করার সব কিছুই করছে।
তিনি বলেন, আমরা ত্রাণ সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, শেখ হাসিনা শরণার্থী সমস্যায় এগিয়ে এসেছেন। কিন্তু নোবেল লরিয়েট সু চি এগিয়ে আসেননি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

