১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

কাতালানদের গণভোটে স্বাধীনতার পক্ষে রায়

আন্তর্জাতিক ডেস্ক:

গণভটে ব্যাপক সহিংসতার পরেও স্বাধীনতার পক্ষেই কাতালানরা রায় দিল, কাতালান নেতা কার্লেস পুইডেমন্টের বরাত দিয়ে জানায় বিবিসি। এর আগে কাতালোনিয়ার স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে ভোটারদের ওপর পুলিশ চড়াও হলে অন্তত ৮০০ মানুষ আহত হন। বেশ কিছু কেন্দ্রের ব্যালেট ও ব্যালেট বক্সও জব্দ করে পুলিশ। কাতালানরা  স্পেন থেকে স্বাধীনতা পেতে গণভোট আয়োজন করলে সাংবিধানিক আদালত দ্বারা স্প্যানিশ সরকার একে অবৈধ ঘোষণা করে। শেষ পর্যন্ত নানা বাঁধার পরেও গণভোট আয়োজন সম্পন্ন করে কাতালানরা এবং তারা এতে স্বাধীনতার পক্ষেই রায় দেন। এক টিভি চ্যানেলে কার্লোস বলেন, কার্লোস আরও বলেন, এর মাধ্যমে স্বাধীনতা ঘোষণার জন্য দরজা খুলে গেল। অনেক আশা ও ভোগান্তির পর কাতালানরা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার অর্জন করল।
স্পেনীয় প্রধানমন্ত্রী ম্যারিয়ানো র‍্যাজয় বলেন, তিনি এ ভোট স্বীকার করেন না। তিনি আরও বলেন, কাতালানরা এ অবৈধ ভোট আয়োজন করে মূলত বোকামির পরিচয় দিয়েছে। তিনি একে ‘তামাসার গণতন্ত্র’ বলে মন্তব্য করেন।  স্বাধীনতার পক্ষে ঘোষণার পরপরই রবিবার সন্ধ্যায় পতাকা হাতে কাতালানরা রাস্তায় নেমে আসেন। গণভোটের রায় নিয়ে সন্তুষ্ট প্রকাশ করে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ