২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

ফিনল্যান্ডে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক দেশজনতা ডেস্ক:

ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাংবাদিকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় হেলসিংকি হ্যাগাহেলিয়া বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।কর্মশালায় উন্নয়নশীল দেশে একপেশে প্রতিবেদন, বিশ্ব উন্নয়নে নীতির পরিবর্তন, তথ্যের সুরক্ষা, সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও করণীয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বিশ্ব অর্থনীতি গণতন্ত্র শান্তি ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকাসূমহের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সেভেন সানোমাতের ম্যানেজিং এডিটর রিতা রাত্তিকানিয়েন, যুদ্ধ-ফেরত সিনিয়র সংবাদিক রাউলা ভারিতেনেন, বৈজ্ঞানিক ও লেখক পাসি টোভিএনেন।

বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন আব্দুলাহ ইকবাল। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, গণমাধ্যমের ভূমিকা, মিয়ানমারের রাখাইন ও রোহিঙ্গা সমস্যার বিষয়ে আলোচনা করেন তিনি।

উপস্থিত ছিলেন রিকা সিপ্যাল, ঈসা সালমেনিয়ান, ফিলিপ জ্যাকপট, জুক্কা হুসকো, অ্যানা পালম্যান প্রমুখ। এ কর্মশালায় ইউরোপ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৭:৫১ অপরাহ্ণ